প্রিন্স মামুনের সেলুন এখন অপুর, চালাবেন তিনজন

নিজস্ব প্রতিবেদক: চলচ্চিত্রে এখন আর নিয়মিত না হলেও, চিত্রনায়িকা অপু বিশ্বাস কিন্তু বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্যবসা নিয়ে। বিভিন্ন শোরুমের উদ্বোধন, নিজের পার্লার পরিচালনা—সব মিলিয়ে এখন তিনি একেবারে ব্যবসায়ী মুডে।
সম্প্রতি আলোচিত টিকটকার প্রিন্স মামুনের ‘প্রিন্স কাট’ সেলুনটি কিনে নিয়েছেন নায়িকা- এমনই খবর কয়েকদিন ধরে। আর এ নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনাও হয়েছে বিস্তর।
এ নিয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন, ‘অপু আপুর সঙ্গে এটা নিয়ে কি ডিল হয়েছে, আমরা সব বিস্তারিত পরে জানাব। সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন।’
এরপর সাংবাদিকদের মুখোমুখি হন অপু বিশ্বাস।
সেলুনটি তিনজন পরিচালনা করবেন জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘এখানে যারা আছেন, তার মধ্যে আমি (অপু বিশ্বাস), এখানে মাসুদ খান আছেন, এবং কাজী মাহফুজ- এই তিনজন মিলে আমরা সেলুন পরিচালনা করব।’
এমবি/এসআর