পারমাণবিক আধিপত্যে কার হাত সবচেয়ে বেশি ভারি?
বিশ্বে পারমাণবিক অস্ত্র নিয়ে চলছে নিঃশব্দ প্রতিযোগিতা। কার ঘরে কয়টা বোমা, কারটা কতটা শক্তিশালী—এসব নিয়ে মুখে না বললেও ভেতরে ভেতরে চলছে চরম উত্তেজনা। এই প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে রয়েছে দুই পুরনো পরাশক্তি—যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

নিজস্ব প্রতিবেদক: বিশ্বে পারমাণবিক অস্ত্র নিয়ে চলছে নিঃশব্দ প্রতিযোগিতা। কার ঘরে কয়টা বোমা, কারটা কতটা শক্তিশালী—এসব নিয়ে মুখে না বললেও ভেতরে ভেতরে চলছে চরম উত্তেজনা। এই প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে রয়েছে দুই পুরনো পরাশক্তি—যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
বিশ্বে যত পারমাণবিক অস্ত্র আছে, তার প্রায় ৯০ শতাংশই এই দুই দেশের দখলে। যুক্তরাষ্ট্রের হাতে আছে আনুমানিক ৫,২০০টি এবং রাশিয়ার কাছে ৫,৫৮০টির মতো পারমাণবিক অস্ত্র।
তবে এখানেই থেমে নেই বিষয়টি। দৃশ্যপট বদলাচ্ছে দ্রুত। চীন ঝাঁপিয়ে পড়েছে নতুনভাবে। বিশ্লেষকরা বলছেন, চীন এখন এমন হারে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে যে, কয়েক দশকের মধ্যেই তারা যুক্তরাষ্ট্র-রাশিয়ার সমতুল্য হয়ে উঠতে পারে। বর্তমানে চীনের কাছে আছে প্রায় ৫০০টি পারমাণবিক অস্ত্র।
অন্যদিকে, দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান-ও নিজেদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করছে। পাকিস্তানের কাছে আছে আনুমানিক ১৭০ থেকে ১৮০টি, আর ভারতের হাতে ১৬০ থেকে ১৭০টি অস্ত্র।
চুপিসারে পারমাণবিক শক্তি ধরে রেখেছে ইসরায়েল, যদিও তারা কখনোই সেটা খোলাখুলি স্বীকার করেনি। আর উত্তর কোরিয়া? তারা যেমন ভয় দেখাতে ভালোবাসে, তেমনই নিজেদের অস্ত্র মজুদের দিক দিয়েও পিছিয়ে নেই—ধারণা করা হচ্ছে, দেশটির হাতে আছে ৫০ থেকে ৭৫টি পারমাণবিক বোমা।
বিশ্ব এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে কেউ কাউকে সরাসরি হুমকি না দিলেও, পর্দার আড়ালে চলছে শক্তির মেপে দেখা। কেউ কারও ওপর হামলা না করুক, কিন্তু এই প্রতিযোগিতার শেষ কোথায়—সেটাই বড় প্রশ্ন।
এমবি/এসআর