বড় পর্দায় আসছেন প্রভা

নিজস্ব প্রতিবেদক: সাদিয়া জাহান প্রভা। দেশীয় শোবিজের এক উজ্জ্বল নাম। বিজ্ঞাপনে মডেল হয়ে রাতারাতি তারকা বনে যান প্রভা। এরপর নাটকের অভিনয় করেও তুমুল দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। বড় পর্দায় কাজের কথা অনেকবার শোনা গেলেও সেটি হয়ে উঠছিল না। বিরতির পর কাজে ফিরেই বড় পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন প্রভা। একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় কাজ করছেন তিনি।
ঝুমুর আসমা জুঁইয়ের সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমার নাম ‘দুই পয়সার মানুষ’। এরই মধ্যে এ সিনেমার এক দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন প্রভা। শিগগির দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেবেন। সিনেমাটিতে প্রভার সহশিল্পী এ বি এম সুমন।
এদিকে গতকাল শনিবার থেকে গাজীপুরের হোতাপাড়ায় সরকারি অনুদানে নির্মিত ‘দেনা পাওনা’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন প্রভা। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী। এতে নিরুপমা চরিত্রে পর্দায় আসবেন প্রভা। তার সহশিল্পী চিত্রনায়ক মামনুন হাসান ইমন।
দুই সিনেমায় কাজ প্রসঙ্গে প্রভা বলেন, এর আগেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে বলে মিলেনি। এমনও হয়েছে, সবকিছু চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের আগের দিন বাদ পড়েছি এবং পারিবারিক কারণেও করতে পারিনি। সিনেমাটি সে সময় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই সিনেমার গান এখনো মানুষের মুখে মুখে। অনেক দিন আগেই এ সিনেমা দুটির সঙ্গে যুক্ত হয়েছি। তবে আগেভাগে জানাতে চাইনি পলিটিক্সের ভয়ে। যে কারণে শুটিংয়ে অংশ নিয়ে সুখবরটি সবার সঙ্গে ভাগ করলাম। দুটি সিনেমাতেই নতুন দুটি চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন।
এমবি/এসআর