ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ
রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন।

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় এই মিছিল করেন তারা। তবে দ্রুতই মিছিল শেষ হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা গণমাধ্যমকে বলেন, ‘আজ বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল করে বলে জানতে পেরেছি। আমাদের কাছে সংবাদ আসে পৌনে ৪টার দিকে। তবে তারা তো বরাবরই অল্প সময় মিছিল করে, সেজন্য ঘটনাস্থলে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি।’
ককটেল বিস্ফোরণের বিষয়ে ক্যশৈন্যু মারমা বলেন, ‘আমরাও শুনেছি, কিন্তু ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত নই। এ বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি।’
এমবি/টিআই