শিক্ষার্থীদের উপঢৌকন দিয়ে ভোট চাচ্ছে শিবির প্যানেল, অভিযোগ ছাত্রদলের আবিদের

Aug 31, 2025 - 18:17
 0  2
শিক্ষার্থীদের উপঢৌকন দিয়ে ভোট চাচ্ছে শিবির প্যানেল, অভিযোগ ছাত্রদলের আবিদের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) ইসলামী ছাত্রশিবির প্যানেলের প্রার্থীরা বারবার আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তার অভিযোগ, শিক্ষার্থীদের উপঢৌকন দিয়ে ভোট চাচ্ছেন শিবির প্যানেলের প্রার্থীরা।

এর প্রেক্ষিতে ডাকসু নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ‌ও করেছেন তারা। আজ রবিবার (৩১ আগস্ট) ডাকসু নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ জানানো শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আবিদুল ইসলাম খান বলেন, একটা নির্দিষ্ট গোষ্ঠী কর্তৃক বারবার আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। গতকাল আমরা দেখেছি তাদের পরিচালিত ফোকাস কোচিং সেন্টারের নবীন বরণের নামে শিক্ষার্থীদের উপঢৌকন ও ভোট চেয়েছেন শিবির প্যানেলের প্রার্থীরা। এটা সরাসরি আচরণবিধি লঙ্ঘন। আমরা আজকে লিখিত অভিযোগ জানিয়েছি‌। এটা যদি আচরণবিধি লঙ্ঘন না হয় তাহলে আমরাও না হয় ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের উপঢৌকন দিলাম। 

তিনি আরও বলেন, কিছুক্ষণ আছে সমাজ বিজ্ঞান বিভাগের ক্লাস রুমে ঢুকে চেয়ারম্যানের অনুমতি ব্যতীত শিক্ষার্থীদের কাছে মাইকে ভোট চেয়েছে শিবিরের প্রার্থী। এটাও সুস্পষ্ট আচরণ বিধি লঙ্ঘন। তারা একটার পর একটা আচরণবিধি লঙ্ঘন করেই যাচ্ছে তবুও প্রশাসন কোনো ধরণের ব্যবস্থা গ্ৰহণ করছে না। এমনভাবে চলতে থাকলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমার শঙ্কা প্রকাশ করছি।

এমবি/এসআর