জাগপা সভাপতি লুৎফরকে কুপিয়ে জখম করায় বাসদের উদ্বেগ
জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানকে সন্ত্রাসী হামলা চালিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

নিজস্ব প্রতিবেদক: জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানকে সন্ত্রাসী হামলা চালিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেছেন, একের পর এক রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনা খুবই উদ্বেগজনক।
বিবৃতিতে বাসদ সাধারণ সম্পাদক বলেন, অন্তর্বর্তী সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। ফলে প্রতিদিনই মব ভায়োলেন্স, খুন,-ধর্ষণের ঘটনা ঘটে চলেছে।
বিবৃতিতে তিনি লুৎফরের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করেন এবং সকল গণতান্ত্রিক-প্রগতিশীল রাজনৈতিক দল ও ব্যক্তিদেরকে মব ভায়োলেন্সসহ সকল প্রকার সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এমবি এইচআর