সাদিক কায়েমকে ‘পাকিস্তানি প্রার্থী’ দাবি করে পক্ষ নিলেন ইলিয়াস

নিজস্ব প্রতিবেদক: ডাকসু নির্বাচনে ভিপি পদে শিবিরের প্রার্থী সাদিক কায়েমের জন্য ভোট চাইলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সেই সঙ্গে নিজেকে পাকিস্তানের পক্ষের শক্তি দাবি করলেন এই সাংবাদিক। শনিবার (৬ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।
নিজের পোস্টে ইলিয়াস লিখেছেন, ‘ডাকসু ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কায়েমকে ভোট দিন! আমি কয়েক দিন আগে একটা পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম—সাদিক এবং আবিদ দুজনই আমার পছন্দের।
ইলিয়াস আরো লেখেন, ‘১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়, যার পুরো ফল ভোগ করেছে আওয়ামী লীগ ও ভারত। কথিত স্বাধীনতার পর পাকিস্তানি ট্যাগ দিয়ে ভারত প্রতিপক্ষকে ঘায়েল করে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। বিনিময়ে ভারত বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে।
নিজেকে পাকিস্তানের পক্ষের শক্তি দাবি করে ইলিয়াস লেখেন, ‘৭১-এ আমার জন্ম হলেও আমি পাকিস্তানের পক্ষে থাকতাম, এখনো ভারত-পাকিস্তান যুদ্ধ হলে আমি পাকিস্তানের পক্ষেই থাকব। ছাত্রদল প্রমাণ করেছে, তাদের ভিপি প্রার্থী ভারতপন্থী। অতএব, আমি পাকিস্তানি প্রার্থীর পক্ষে।’
এরপর হ্যাশট্যাগ দিয়ে সাদিক কায়েমের জন্য ভোট চান ইলিয়াস।
এমবি/এসআর