‘নুরাল পাগলার ঘটনায় কোনো গণগ্রেপ্তার হবে না’
ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মো. সিদ্দিকুর রহমান বলেছেন, নুরাল পাগলার ঘটনায় কোনো গণগ্রেপ্তার হবে না।

নিজস্ব প্রতিনিধি: ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মো. সিদ্দিকুর রহমান বলেছেন, নুরাল পাগলার ঘটনায় কোনো গণগ্রেপ্তার হবে না। যারা অপরাধী তাদেরই আইনের আওতায় আনা হবে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার শরিফ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এখানে প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। পোশাকে পুলিশ ছিল, আমাদের গোয়েন্দা তৎপরতা ছিল। পুলিশ প্রশাসনের যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সিদ্দিকুর রহমান বলেন, আমাদের কার্যক্রম চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সব বিষয়ই আমরা খতিয়ে দেখছি। আশা করি আমরা জনগণকে সুবিচার দিতে পারব।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামসহ অন্যরা।
উল্লেখ্য, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে তৌহিদি জনতার হামলা, অগ্নিসংযোগ ও ভক্তদের পাল্টা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। উত্তেজিত জনতা দরবার শরিফে হামলা চালায়, এতে আহত হন দুই পক্ষের শতাধিক মানুষ। এ ঘটনায় প্রাণ হারান রাসেল মোল্লা (২৮)। তিনি জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের জটু মিস্ত্রিপাড়ার আজাদ মোল্লার ছেলে।
এ ঘটনায় অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশের উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলাটি করেন। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এমবি/টিআই