প্লাস্টিক জমা দিলেই মিলছে চিকিৎসাসেবা

অর্থ নয়, প্লাস্টিক বর্জ্য দিলেই মিলছে চিকিৎসাসেবা।

Sep 8, 2025 - 18:12
 0  2
প্লাস্টিক জমা দিলেই মিলছে চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিনিধি: অর্থ নয়, প্লাস্টিক বর্জ্য দিলেই মিলছে চিকিৎসাসেবা। চট্টগ্রামে এমনই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে নগরীর ষোলশহর কসমোপলিটন আবাসিক এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধনের পর তিনি নিজেই কয়েকজন রোগী দেখেন। বিদ্যানন্দ মা ও শিশু দাতব্য চিকিৎসালয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত প্লাস্টিক জমা দিয়ে সাধারণ মানুষ এই চিকিৎসাসেবা নিতে পারবেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশন জানায়, চিকিৎসাকেন্দ্রে নিয়মিত গাইনি, চক্ষু ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। থাকবে ল্যাব সুবিধা ও ফার্মেসি। চিকিৎসকের প্রেসক্রিপশনে উল্লেখিত ওষুধ বা পরীক্ষা-নিরীক্ষার খরচও মেটানো যাবে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য জামাল উদ্দিন জানান, প্লাস্টিকের বিনিময়ে চিকিৎসাসেবার উদ্যোগ এবারই প্রথম। আগে তারা প্লাস্টিকের বিনিময়ে খাবারসহ বিভিন্ন ব্যতিক্রমধর্মী কার্যক্রম পরিচালিত হতো। এখন চিকিৎসাসেবাও যুক্ত হলো।

তিনি বলেন, আমরা চাই মানুষ যেন ঘরে জমে থাকা প্লাস্টিক কাজে লাগিয়ে অন্তত মৌলিক সেবা পায়। এতে যেমন পরিবেশ সুরক্ষিত হবে, তেমনি দরিদ্র মানুষ চিকিৎসা সুবিধা পাবে।

জামাল উদ্দিন বলেন, এটি আমাদের একটি পাইলট প্রকল্প। সাড়া ভালো পেলে দেশের প্রান্তিক পর্যায়েও এ কর্মসূচি ছড়িয়ে দেব।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র শাহাদাত হোসেন বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। অথচ অনেকেই অর্থের অভাবে চিকিৎসাবঞ্চিত। বিদ্যানন্দের এ উদ্যোগ দেশে নজির স্থাপন করবে। পাশাপাশি প্লাস্টিক বর্জ্য কমে পরিবেশও কিছুটা সুরক্ষিত হবে।

ষাটোর্ধ্ব রমিজা বেগম চিকিৎসা কেন্দ্রে এসেছিলেন তুলাতলী থেকে মেয়ের সঙ্গে। বাতের ব্যথা, ডায়াবেটিস আর চোখের সমস্যা তার দীর্ঘদিনের সঙ্গী। টাকার অভাবে নিয়মিত চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না।

তিনি বলেন, ঘরে জমে থাকা প্লাস্টিক নিয়ে এসেছি। ভেবেছিলাম হয়তো এক-আধটা ওষুধ পাব। কিন্তু এখানে এসে চিকিৎসকের পরামর্শ, ওষুধ সবই পাচ্ছি। টাকার দরকার পড়ছে না, শুধু প্লাস্টিক দিলেই হচ্ছে।

এমবি/টিআই