মালয়েশিয়ায় ভাগ্য পরিবর্তনে গিয়ে লাশ হয়ে ফিরলেন ২ বাংলাদেশি
জীবন ও জীবিকার তাগিদ ও পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় প্রবাসে গিয়ে লাশ হয়ে ফিরলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শামীম রেজা ও তুহিন আলী। তারা মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক: রোববার (০৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোপালনগর ও নসিবন্দিনগরে তাদের লাশবাহী গাড়ি এসে পৌঁছায়। এ সময় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আজ সকাল ১০টায় তাদের দাফন সম্পন্ন হয়েছে।
জানা যায়, গত ৩১ আগস্ট মালয়েশিয়া পাহাং রাজ্যের কুয়ালা-লিপিস জেলার সুঙ্গাই কোয়ানে সড়ক দুর্ঘটনায় মারা যান গোমস্তাপুর উপজেলার গোপালনগরের তুহিন আলী ও নসিবন্দিনগরের শামীম রেজা।
গত ৩১ আগস্ট বিকেলে কাজ শেখে একটি পিকআপভ্যানে ফেরার পথে দুর্ঘটনায় মারা যান তারা। নিহত দুজনের পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি।