মালয়েশিয়ায় ভাগ্য পরিবর্তনে গিয়ে লাশ হয়ে ফিরলেন ২ বাংলাদেশি

জীবন ও জীবিকার তাগিদ ও পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় প্রবাসে গিয়ে লাশ হয়ে ফিরলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শামীম রেজা ও তুহিন আলী। তারা মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

Sep 8, 2025 - 13:13
 0  2
মালয়েশিয়ায় ভাগ্য পরিবর্তনে গিয়ে লাশ হয়ে ফিরলেন ২ বাংলাদেশি
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: রোববার (০৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোপালনগর ও নসিবন্দিনগরে তাদের লাশবাহী গাড়ি এসে পৌঁছায়। এ সময় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আজ সকাল ১০টায় তাদের দাফন সম্পন্ন হয়েছে।


জানা যায়, গত ৩১ আগস্ট মালয়েশিয়া পাহাং রাজ্যের কুয়ালা-লিপিস জেলার সুঙ্গাই কোয়ানে সড়ক দুর্ঘটনায় মারা যান গোমস্তাপুর উপজেলার গোপালনগরের তুহিন আলী ও নসিবন্দিনগরের শামীম রেজা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি নিহতদের স্বজনদের বরাত দিয়ে জানান, সকালে তুহিন ও শামীমের মরদেহ গ্রামে ফেরার পর পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। তারা দুজনেই দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার ছিলেন। তারা একটি পাম বাগানে কাজ করতেন। 

গত ৩১ আগস্ট বিকেলে কাজ শেখে একটি পিকআপভ্যানে ফেরার পথে দুর্ঘটনায় মারা যান তারা। নিহত দুজনের পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি।
এমবি এইচআর