প্রকাশ্যে ক্যাটরিনার বেবি বাম্প, ছবি ভাইরাল!

বিয়ের পর থেকে বেশ কয়েকবারই গুঞ্জন উঠেছিল, মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। যদিও সেই গুঞ্জন একটা সময়ের পর থেমে গেছে। তবে ঘনিষ্ঠ সূত্রে প্রথমবার সেই গুঞ্জনে সিলমোহর পড়ে।

Sep 20, 2025 - 14:29
 0  2
প্রকাশ্যে ক্যাটরিনার বেবি বাম্প, ছবি ভাইরাল!
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: বিয়ের পর থেকে বেশ কয়েকবারই গুঞ্জন উঠেছিল, মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। যদিও সেই গুঞ্জন একটা সময়ের পর থেমে গেছে। তবে ঘনিষ্ঠ সূত্রে প্রথমবার সেই গুঞ্জনে সিলমোহর পড়ে। যদিও তারকা দম্পতির পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা হয়নি।

এবার ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা অবস্থার ছবিও প্রকাশ্যে। চেরি রঙা পোশাকে অভিনেত্রীর স্ফীতোদর ঢাকা। নায়িকার অবয়ব যদিও আবছা। তাতেও অনুরাগীদের বুঝতে সমস্যা হয়নি, ক্যামেরার মুখোমুখি ক্যাটরিনা-ই। মাতৃত্বকালীন শুটিংয়ে ব্যস্ত তিনি।

ছবি সোশ্যালে ছড়িয়ে পড়তেই মন্তব্যের বক্সে বাঁধভাঙা উচ্ছ্বাস। কেউ লিখেছেন, তিনি আর অপেক্ষা করতে পারছেন না। কারো দাবি, ক্যাটরিনার মা হওয়ার খবরে তিনি ছেলেমানুষের মতো খুশি।

একজন জানিয়েছেন, তিনি ভেবেছিলেন, এটি বোধ হয় কোনো ছবির শুটিং। পরে খুঁটিয়ে দেখে বুঝতে পারেন, ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল দুই থেকে তিন হতে চলেছেন! তার খুশি অন্তহীন।

সম্প্রতি ভিকি-ক্যাট দম্পতির ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, আগামী অক্টোবর বা নভেম্বর নাগাদই প্রথম সন্তান আসতে পারে ‘ভিক্যাট’-এর ঘরে।

এমবি এইচআর