২ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি : তনুশ্রী দত্ত

নিজস্ব প্রতিবেদক: ‘বিগ বস’ মানেই চূড়ান্ত বিতর্ক ও ঝগড়া প্রতিদিনের শিরোনাম। কিন্তু বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত ১১ বছর ধরে এই রিয়ালিটি শোর ডাক বারবার ফিরিয়ে দিয়েছেন। কারণ? তার একটাই কথা, ‘আমি আমার প্রাইভেসি ভালোবাসি, আমার ভ্যালুতে আমি কোনো দিন আপস করব না ‘
এক সাক্ষাৎকারে তনুশ্রী জানিয়েছেন, ‘আমি টানা ১১ বছর ধরে বিগ বসের ঘরে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি। প্রতিবছর ওরা এসে আমার পেছনে লাগে, আমি বকাঝকা করে দিই।
তিনি জানান, একবার তাকে ১.৬৫ কোটি রুপি, অর্থাৎ ২ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল, কারণ অন্য এক সমান স্তরের তারকাকে ওই অঙ্কই দেওয়া হয়েছিল। এমনকি শো ম্যানেজমেন্টের এক স্টাইলিস্ট তাকে আশ্বাস দিয়েছিলেন, চাইলে আরো টাকার প্রস্তাব আসবে।