ভাঙল মনিকা বেলুচ্চির প্রেম

Sep 21, 2025 - 13:37
 0  2
ভাঙল মনিকা বেলুচ্চির প্রেম

নিজস্ব প্রতিবেদক: মার্কিন নির্মাতা টিম বার্টনের সঙ্গে দুই বছরের সম্পর্কের ইতি টানলেন ইতালিয়ান মডেল ও অভিনেত্রী মনিকা বেলুচ্চি। শুক্রবার এক যৌথ বিবৃতিতে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন। 

সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘পারস্পরিক সম্মান ও গভীর যত্নের মধ্য দিয়েই টিম বার্টন ও মনিকা বেলুচ্চি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

২০০৬ সালে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে দুজনের প্রথম দেখা হয়েছিল।

এরপর ২০২২ সালে ফ্রান্সের লুমিয়ের উৎসবে বেলুচ্চি বার্টনকে আজীবন সম্মাননা তুলে দেওয়ার সময় তাদের আবার দেখা হয়। সেই সূত্রেই ঘনিষ্ঠতা বাড়তে থাকে। পরের বছর অক্টোবর মাসে রোম ফিল্ম ফেস্টিভ্যালে যুগল হিসেবে প্রথমবার প্রকাশ্যে আসেন তারা। এরপরই সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।

Photo : Monica Bellucci a fait sensation. Vêtue d'une longue robe noire  sublimée par une cape, l'actrice italienne a foulé le tapis rouge au bras  de Tim Burton, son compagnon... Tim Burton

পরের বছর, ২০২৩ সালে এল ফ্রান্স–কে দেওয়া সাক্ষাৎকারে বেলুচ্চি বলেছিলেন, ‘আমি খুশি যে মানুষটিকে (বার্টন) পেয়েছি। জীবনে এমন সাক্ষাৎ বিরল। আমি মানুষটিকে ভালোবাসি, আর এবার পরিচালককেও পাব—একটি নতুন যাত্রা শুরু হলো।’

টিম বার্টনের ‘বিটলজুস বিটলজুস’ ছবিতে খলচরিত্র দেখা গেছে বেলুচ্চিকে।

এছাড়াও একসঙ্গে ‘সুইনি টড’, ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’, ‘ডার্ক শ্যাডোজ’সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন তাঁরা।

মনিকা বেলুচ্চি ফরাসি অভিনেতা ভিনসেন্ট ক্যাসেলের সঙ্গে ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের সংসারে রয়েছে দুই কন্যা—দেভা ও লিওনি। 

এমবি/এসআর