ভাঙল মনিকা বেলুচ্চির প্রেম

নিজস্ব প্রতিবেদক: মার্কিন নির্মাতা টিম বার্টনের সঙ্গে দুই বছরের সম্পর্কের ইতি টানলেন ইতালিয়ান মডেল ও অভিনেত্রী মনিকা বেলুচ্চি। শুক্রবার এক যৌথ বিবৃতিতে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন।
সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘পারস্পরিক সম্মান ও গভীর যত্নের মধ্য দিয়েই টিম বার্টন ও মনিকা বেলুচ্চি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
২০০৬ সালে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে দুজনের প্রথম দেখা হয়েছিল।
পরের বছর, ২০২৩ সালে এল ফ্রান্স–কে দেওয়া সাক্ষাৎকারে বেলুচ্চি বলেছিলেন, ‘আমি খুশি যে মানুষটিকে (বার্টন) পেয়েছি। জীবনে এমন সাক্ষাৎ বিরল। আমি মানুষটিকে ভালোবাসি, আর এবার পরিচালককেও পাব—একটি নতুন যাত্রা শুরু হলো।’
টিম বার্টনের ‘বিটলজুস বিটলজুস’ ছবিতে খলচরিত্র দেখা গেছে বেলুচ্চিকে।
মনিকা বেলুচ্চি ফরাসি অভিনেতা ভিনসেন্ট ক্যাসেলের সঙ্গে ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের সংসারে রয়েছে দুই কন্যা—দেভা ও লিওনি।
এমবি/এসআর