ফরিদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

ফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

Jul 24, 2025 - 13:28
 0  2
ফরিদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের গোপালপুর এলাকায় আবুল হোসেন ফিলিং স্টেশনের কাছে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী রিক এন্টারপ্রাইজের একটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে রিক এন্টারপ্রাইজের বাসটির তিনজন নিহত হয়েছে। এ ছাড়া দুটি বাসের ৮–১০ জন আহত হন। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।


আজ সকাল সাড়ে ১০টার দিকে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, সড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়া হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক। নিহত ব্যক্তিদের পরিচয় উদ্ধারে কাজ করছে পুলিশ।


এমবি/ টিআই