পুকুরে পড়ল বাস, গণঅধিকার পরিষদের নেতা ফারুকসহ আহত অনেকে

Aug 24, 2025 - 10:53
 0  2
পুকুরে পড়ল বাস, গণঅধিকার পরিষদের নেতা ফারুকসহ আহত অনেকে

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে গণঅধিকার পরিষদের মুখপাত্র ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ফারুক হাসানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুরের আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন ফারুক হাসান নিজেই। তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ঘটনার বিবরণ দেন।

তিনি বলেন, দিনাজপুর জেলার আমবাড়ি এলাকায় আমাদের বহনকারী হেরিটেজ এক্সপ্রেসের গাড়ি ভয়াবহ এক্সিডেন্ট করেছে, দোয়া করুন।

পরে আরেকটি পোস্টে তিনি জানান, তাকেসহ অন্যান্য আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

তবে বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে, সেই বিষয়ে এখনও বিস্তারিত জানা না যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, চালকের অসাবধানতা অথবা যান্ত্রিক ত্রুটি এর পেছনে কারণ হতে পারে।

এমবি/এসআর