বিতর্ককে পাত্তা দিতে চান না জুলিয়া
অল্প সময়ের ক্যারিয়ারেই জিতেছেন এমি, গোল্ডেন গ্লোব। সাম্প্রতিক বছরগুলোয় তাঁর করা ওটিটির বেশির ভাগ কাজই আলোচিত হয়েছে। ২১ জুলাই মুক্তি পাবে তাঁর অভিনীত নতুন সিনেমা ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’। ছবিতে সিলভার সার্ফার চরিত্রে অভিনয় করে আলোচনার জন্ম দিয়েছেন জুলিয়া গার্নার।

নিজস্ব প্রতিনিধি: অল্প সময়ের ক্যারিয়ারেই জিতেছেন এমি, গোল্ডেন গ্লোব। সাম্প্রতিক বছরগুলোয় তাঁর করা ওটিটির বেশির ভাগ কাজই আলোচিত হয়েছে। ২১ জুলাই মুক্তি পাবে তাঁর অভিনীত নতুন সিনেমা ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’। ছবিতে সিলভার সার্ফার চরিত্রে অভিনয় করে আলোচনার জন্ম দিয়েছেন জুলিয়া গার্নার।
তবে সমালোচনায় কান না দিয়ে নিজের কাজে মন দিচ্ছেন এই অভিনেত্রী।লন্ডনে ছবির প্রিমিয়ারে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জুলিয়ার কাছে জানতে চাওয়া হয়, পুরুষ চরিত্র ‘সিলভার সার্ফার’-এ একজন নারীকে নেওয়া নিয়ে কিছু ভক্তের আপত্তি প্রসঙ্গে তিনি কী ভাবছেন?জবাবে ৩১ বছর বয়সী এই মার্কিন তারকা বলেন, তিনি এসব নিয়ে ভাবেন না; বরং চরিত্রটিকে নিজের মতো করে সেরা করে তোলাই তাঁর লক্ষ্য। জুলিয়ার ভাষ্য, ‘এসব নিয়ে ভাবলে চলবে না, নিজের কাজটা ঠিকঠাক করতে হবে। কারণ, এসব নিয়ে যত ভাববেন, তত আপনার মনোযোগ ভিন্ন দিকে চলে যাবে। দিন শেষ কাজটাই ক্ষতিগ্রস্ত হবে।’
জুলিয়া জানান, তিনি মূলত সিলভার সার্ফারের ভিন্ন এক সংস্করণ শাল্লা-বাল চরিত্র করেছেন। ‘এটা আসলে একটু আলাদা চরিত্র,’ বলেন তিনি। কমিকপ্রেমীরা জানেন, শাল্লা-বাল চরিত্রটি প্রথম দেখা গিয়েছিল ১৯৬৮ সালের ‘দ্য সিলভার সার্ফার’ কমিকের প্রথম সংখ্যায়। এটি নরিন র্যাড নামের মূল সিলভার সার্ফারের নারী সংস্করণ। ২০০৭ সালের ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অব দ্য সিলভার সার্ফার ছবিতে ওই চরিত্রে ছিলেন ডাগ জোনস।
বিবিসি জানিয়েছে, ছবির প্রথম ট্রেলার প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়া ছিল বেশ ইতিবাচক। জুলিয়া বলেন, ‘মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, তাতে আমি দারুণ খুশি। অন্য সব কাজের মতো এটাও একজন শিল্পী হিসেবে আমার জন্য খুব গর্বের।’সিনেমা আর সিরিজ দিয়ে দর্শকের কাছে ‘রহস্যকন্যা’ পরিচিতি পেয়েছেন জুলিয়া। ‘ওজার্ক’, ‘ইনভেনটিং আনা’, ‘দ্য রয়েল হোটেল’ ইত্যাদি সিনেমা ও সিরিজে তাঁর চরিত্রের মধ্যে একটা গোপন ব্যাপার ছিল।
তবে ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ দিয়ে ভিন্ন এক জুলিয়াকে আবিষ্কার করবেন দর্শক, জানিয়েছেন তিনি।
ম্যাট শেকম্যান পরিচালিত সিনেমাটিতে জুলিয়া ছাড়াও আছেন পেদ্রো পাসকাল, ভানেসা করবি, জোসেফ কুইন প্রমুখ।
এমবি/টিআই