ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) হামিদুল হকের ব্যাংক হিসাব জব্দের আদেশ
আজ সোমবার (৭ জুলাই) ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) হামিদুল হকের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত

নিজস্ব প্রতিবেদকঃ আজ সোমবার (৭ জুলাই) ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) হামিদুল হকের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।
দুদক লিখিতভাবে আদালতকে জানায়, হামিদুল হকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এবং তিনি তাঁর ব্যাংক হিসাবের টাকা উত্তোলনের চেষ্টা করছেন। শুনানি শেষে আদালত তাঁর চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।
এর আগে গত ২১ এপ্রিল মেজর জেনারেল (অব.) হামিদুল হকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।
এছাড়াও, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমানের (লিকু) এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী হযরত আলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ও উত্তরায় গাজী হাফিজুর রহমানের একটি প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁর তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ হয়েছে।
এমবি/এসআর