অনিবন্ধিত দলের দুজনকে নিয়ে ওখানে গেছেন ড. ইউনূস : আব্দুন নূর তুষার

Sep 23, 2025 - 10:49
 0  2
অনিবন্ধিত দলের দুজনকে নিয়ে ওখানে গেছেন ড. ইউনূস : আব্দুন নূর তুষার

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার বলেছেন, অনিবন্ধিত দলের দুইজন নেতা-নেত্রীকে নিয়ে ড. ইউনূস ওখানে গেছেন। সরকার চায় ইলেকশন হবে, আর জামায়াত বলছে পিআর ছাড়া হবে না। স্বাভাবিকভাবেই এনসিপির সরকারের সঙ্গে থাকার কথা এবং এনসিপি সরকারের সঙ্গেই আছে। সরকারের সঙ্গে আছে এটার একটা প্রমাণও আছে।

সম্প্রতি আয়োজনে কালের সংলাপে এসে তিনি ড. মুহাম্মদ ইউনূসের নিউইয়র্ক সফর প্রসঙ্গে এসব কথা বলেন।

তুষার আরো বলেন, আমাদের প্রধান উপদেষ্টা এনসিপির একজন প্রভাবশালী নেত্রী তাসনিম জারা এবং তার সঙ্গে আরো একজন নেতাকে নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গিয়েছেন। এনসিপি কিন্তু এখনো নিবন্ধন পায় নাই। অনিবন্ধিত একটি দলের দুইজন নেতা-নেত্রীকে নিয়ে তিনি ওখানে গিয়েছেন।

তিনি বলেন, একজনের বিষয়ে বলা হয় সে আমার মেডিক্যাল কলেজের ছাত্রী। আমরা একই মেডিক্যাল কলেজে পড়াশোনা করেছি। আমি তার সিনিয়র। বলা হয় সে ভালো ইংরেজি জানে।

হয়তো ভালো ইংরেজি জানে সেই জন্যই সাথে নিয়েছেন। কিন্তু যেকোনো কারণেই নেয়া হোক না কেন এনসিপি একটু সরকারঘেঁষা দল। সরকারের ইচ্ছা অনুযায়ী এনসিপি চলবে বলে আমরা মনে করি এবং এই কারণে অনলাইনের অনেক ইনফ্লুয়েন্সার এনসিপিকে এখন বকাটকা দিচ্ছেন।

এনসিপি শুরু থেকে একটা সেন্ট্রিস্ট পলিটিক্স করতে চেয়েছে উল্লেখ করে তুষার বলেন, তারা মধ্যপথে থাকার চেষ্টা করবে বলে এক ধরনের দল বানিয়েছিল। যে কারণেই বিভিন্ন দল থেকে তাদের ওখানে লোক এসেছে।

যারা কিনা নিজের দলে রাজনীতি নিয়ে অতটা সন্তুষ্ট না অথবা কোনো উদ্দেশ্য নিয়ে এই দলে এসেছে। একটা হতে পারে যে, তারা সিট পাবে ভেবেছে। সরকারের এক ধরনের আনুকূল্যতা তাদের প্রতি আছে এটা পরিষ্কার। এইসব কারণে হতে পারে যে এই দলটা ওইভাবেই তৈরি হয়েছে।
এমবি/এসআর