বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ, ডক্টর ইউনুসকে ট্রাম্পের চিঠি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় তিনি এ তথ্য জানান।

Jul 8, 2025 - 12:46
Jul 8, 2025 - 12:50
 0  3
বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ, ডক্টর ইউনুসকে ট্রাম্পের চিঠি

নিজস্ব প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় তিনি এ তথ্য জানান।

বিগত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছিল। পূর্বে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হতো। এই শুল্ক হার  ৯ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১ আগস্ট থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়।

সোমবার বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপানসহ মোট ১৪টি দেশের ওপর নতুন শুল্কহার নির্ধারণের কথা বলা হয়েছে। হোয়াইট হাউসের ঘোষিত ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক
দক্ষিণ কোরিয়া ও জাপান ২৫ শতাংশ শুল্ক
মিয়ানমার ও লাওসের ওপর ৪০ শতাংশ
দক্ষিণ আফ্রিকা ৩০ শতাংশ
মালয়েশিয়া ও তিউনিসিয়া ২৫ শতাংশ
ইন্দোনেশিয়া ৩২ শতাংশ
বসনিয়া ৩০ শতাংশ
সার্বিয়া ৩৫ শতাংশ
কম্বোডিয়া ও থাইল্যান্ডে ৩৬ শতাংশ
কাজাখস্তানের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে বলে জানানো হয়।

উপরোক্ত শুল্কের পরিমাণ উল্লেখ করে বাংলাদেশসহ ১৪টি দেশের নেতাদের উদ্দেশ্যে সোমবার চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট   ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোষ্টে তিনি এ তথ্য জানান।

এ ব্যাপারে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, ‘বাড়তি শুল্ক নিয়ে আজ বিকেলে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বৈঠক হবে, বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে অনলাইন মিটিং এ যোগ দিবেন।’

এমবি/এসআর