সেপটিক ট্যাংকে ফোন তুলতে নেমে ৪ তরুণের মৃত্যু
শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে পেড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে নেমে বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে পেড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে নেমে বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজনকে আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ট একটি বসতবাড়ির সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে এ ঘটনা ঘটে ।
এ ঘটনায় মৃতরা হলেন- রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। শ্রীমঙ্গল রাজঘাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বৈশিষ্ট গোয়ালা এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেপটিক ট্যাংকে মোবাইল পড়ে যাওয়ার পর একজন তা তুলতে যায়। এরপর একে একে আরও ৪ জন সেকানে নামে, এরপর সবাই অচেতন হয়ে পড়ে। পরে মুমূর্ষু অবস্থায় তাদে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে কীভাবে ঘটনা ঘটছে।”
এমবি/টিআই