অপর্ণা সেনের প্রেমে পড়ে বাংলা শিখেছিলেন কমল হাসান

নিজস্ব প্রতিবেদক: একটা সময়ে ‘কবিতা’ ছবিতে ‘শুনো শুনো গো সবে’ বাংলা গান গাইতে দেখা গিয়েছিল দক্ষিণি তারকা কমল হাসানকে। এর পরই প্রশ্ন ওঠে, হঠাৎ কেন বাংলা ভাষা শিখেছিলেন এই অভিনেতা? সেই রহস্য এবার ফাঁস করেছেন অভিনেতার কন্যা শ্রুতি হাসান। জানিয়েছেন, সেই সময় তার বাবা এক বাঙালি অভিনেত্রীর প্রেমে ডুবেছিলেন। তিনি আর কেউ নন, বাংলার অপর্ণা সেন!
সম্প্রতি মুক্তি পাওয়া ‘কুলি’ ছবিতে অভিনয় করেছেন শ্রুতি হাসান।
কমল হাসান এমনিতেই নানা ভাষায় পারদর্শী। কিন্তু তার বাংলা শিক্ষা কেবলই ভাষাপ্রেমের ফসল নয়। এমন কথার প্রসঙ্গে শ্রুতি বলে ওঠেন, ‘আপনারা জানেন কেন উনি বাংলা শিখেছিলেন? ওই সময় বাবা অপর্ণা সেনের প্রেমে পড়ে গিয়েছিলেন।
নিজের বক্তব্যকে আরো জোরালো করতে কমল হাসানের কন্যা বলেন, ‘হে রাম’ ছবিতে বঙ্গতনয়া রানি মুখার্জির চরিত্রটি বাঙালি ছিল। আর তার নামকরণ করতে গিয়ে কমল রাখেন অপর্ণা।
প্রসঙ্গত, বয়সে অবশ্য অপর্ণা অনেকটাই বড় কমলের থেকে। যেখানে অপর্ণা ৭৯, সেখানে কমলের বয়স সবে ৭০! অর্থাৎ বয়সের পার্থক্য প্রায় ৯ বছরের। তবে এই পার্থক্য কমলের প্রেমপ্রত্যাশায় বাধা হয়ে দাঁড়ায়নি। তিনি বাঙালি অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন বলেই দাবি শ্রুতির।
এমবি/এসআর