ইসরাইলকে বয়কট করলেন হলিউডসহ বিশ্বের ১২’শ শিল্পী ও নির্মাতা

নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরাইলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীরা আরও শক্ত অবস্থান নিয়েছেন। হিলউডসহ বিশ্বর বিভন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির বারশ’র বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেক ইসরাইলের কোনো ইনস্টিটউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তারা কাজ করেবন না। এদের মধ্যে রয়েছেন, অস্কার, বাফটা, এমি, পাম দ্যরসহ বিভন্ন পুরস্কার বিজয়ী।
গত সোমবার ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন নামের একটি সংগঠন এক বিবৃতির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিবৃতিত স্বাক্ষর কেরছন ১২’শর বেশি অভিনয়শিল্পী ও নির্মাতা। নির্মাতাদের তালিকায় আছেন ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, বুটস রিলে, এমা সেলিগম্যান, জোশুয়া ওপেনহাইমার, মাইক লেই প্রমুখ। অভিনয়িশল্পীদের তালিকায় আছেন এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, আয়ো এডিবেরি, লিলি গ্ল্যাডস্টোন, মার্ক রাফেলো, হানাহ এইনবাইন্ডার, পিটার সারসগার্ড, আইমি লু উড, পাপা এসিডু, গ্যায়েল গার্সিয়া বার্নাল, রিজ আহমেদ, মেলিসা বারেরা, সিনথিয়া নিক্সন, টিল্ডা সুইনটন, জেভিয়ের বারডেম, জো অ্যালউইন, জশ ওকনর প্রমুখ। বিবৃতিত তারা জানিয়ছন, ইসরায়েল প্রযোজনা প্রতিষ্ঠানের সিনমায় অভিনয় থেকে বিরত থাকার পাশাপাশি দেশটিতে আয়োজিত কোনো চলিচ্চত্র উৎসেবও অংশ নেবন না তারা। ফলে জেরুজালেম ফিল্ম ফেস্টভ্যাল, হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টভ্যাল, ডোকাভিভ বা তেলআবিব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টভ্যাল এবং টিএলিভ ফেস্টের মতো গুরুত্বপূর্ণ উৎসবে দেখা যাবে না এসব শিল্পীকে। থাকবে না তাদের নির্মিত কিংবা অভিনীত কোনো সিনমা।
ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইনের বিবৃতিতে বলা হয়েছে, এমন সংকটময় মুহূর্তে, যখন বিভন্ন দেশের সরকার এই গণহত্যায় মদদ জুগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে এই ভয়াবহতাকে রুখে দিতে আমরা সবকিছু করব। ইসরাইলি সিনমার প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান, বিক্রয় এজেন্টসহ দেশটির সিনেমার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো কখনো ফিলিস্তিনের জনগণের অধিকারকে সমর্থন করেনি।
অভিনেত্রী হান্না আইনবাইন্ডার বলেন, দুই বছর ধরে গাজায় আমরা যা দেখছি, তা বিবেককে নাড়িয়ে দেয়। একজন ইহুদি আমেরিকান নাগরিক হিসেবে আমি মনে করি, গণহত্যা বন্ধ করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে, আমাদের নেতাদের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে শিল্পীদেরই এগিয়ে আসতে হবে। ইসরাইলের সঙ্গে কাজ বন্ধ করে দিতে হবে।
এমবি/এসআর