পতিত আ’লীগের ফেরার সুযোগ নেই : নুরুল হক নুর
পতিত আওয়ামী লীগের এদেশে ফেরার আর কোনো সুযোগ নেই। দেশে বিগত ৫০ বছর ধরে কালো টাকার রাজনীতি চলেছে। এ ধারা বন্ধ করে বাংলাদেশের উন্নয়নের জন্য নির্বাচনী খেলা বন্ধ করতে হবে।

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘পতিত আওয়ামী লীগের এদেশে ফেরার আর কোনো সুযোগ নেই। দেশে বিগত ৫০ বছর ধরে কালো টাকার রাজনীতি চলেছে। এ ধারা বন্ধ করে বাংলাদেশের উন্নয়নের জন্য নির্বাচনী খেলা বন্ধ করতে হবে।’
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাবির সাবেক এ ভিপি বলেন, ‘বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও বাংলাদেশে না কমার পেছনে আগের সরকারের মতোই বর্তমান অন্তর্বর্তী সরকারের দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও ক্ষমতার লোভ দায়ী। পুরনো ব্যবস্থা দিয়ে নতুন রাষ্ট্র গঠন সম্ভব নয়। নির্বাচনের আগেই রাষ্ট্রীয় সংস্কার জরুরি। রাষ্ট্র পুনর্গঠন না করে কোনো নির্বাচন হবে না ‘
তিনি বলেন, ‘গত ১৬ বছর ধরে শেখ হাসিনা একা দেশ শাসন করেছেন, কিন্তু শেষবেলায় তিনি দুপুরের ভাতও খেতে পারেননি।’
জেলা সভাপতি বি এম আশিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। এ সময় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল।
২০১৮’র কোটা সংস্কার থেকে শুরু করে ২৪’র রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষায় এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
এমবি এইচআর