সরকার চাপে পড়ে শুভংকরের ফাঁকির দিকে যাচ্ছে : গোলাম পরওয়ার
আলোচনা সফল হওয়ার সম্ভাবনা দেখছি না বলেই আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে’ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

নিজস্ব প্রতিবেদক: ‘আলোচনা সফল হওয়ার সম্ভাবনা দেখছি না বলেই আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে’ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘মনে হয় কোনো চাপের মধ্যে পড়ে সরকার শুভংকরের ফাঁকির দিকে যাচ্ছে।’
বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘যারা দেশে আবারও কর্তৃত্বপরায়ণ সরকার প্রতিষ্ঠা করতে চায় তারাই সংখ্যানুপাতিক নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে।
সভায় জামায়াত নেতারা বলেন, ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো সংশোধনের জন্য এত আলোচনা হলেও একটি দল বলছে সবকিছু পরে হবে। সবকিছু যদি পরেই হবে, তাহলে এত আলোচনা কেন?
এ সময় নির্বাচন পদ্ধতি নিয়ে ‘গণভোট’ দিতে সরকারের উদ্দেশে আহ্বান জানান জামায়াত নেতারা। বলেন, নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে।
এমবিা এইচআর