১০৩ রানে অলআউট হয়ে বিব্রতকর রেকর্ড নেদারল্যান্ডসের

সিরিজ বাঁচাতে হলে দারুণ কিছু করতে হবে নেদারল্যান্ডসকে। তবে ব্যাটিংয়ে সেই দারুণ কিছুর ইঙ্গিত পাওয়া যায়নি। উল্টো বাংলাদেশের বিপক্ষে বিব্রতকর এক রেকর্ড গড়েছে তারা।

Sep 1, 2025 - 20:06
 0  2
১০৩ রানে অলআউট হয়ে বিব্রতকর রেকর্ড নেদারল্যান্ডসের
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: সিরিজ বাঁচাতে হলে দারুণ কিছু করতে হবে নেদারল্যান্ডসকে। তবে ব্যাটিংয়ে সেই দারুণ কিছুর ইঙ্গিত পাওয়া যায়নি। উল্টো বাংলাদেশের বিপক্ষে বিব্রতকর এক রেকর্ড গড়েছে তারা।

টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের স্কোর করেছে নেদারল্যান্ডস।

আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০৩ রানে অলআউট হয়েছে। আগের সর্বনিম্ন রানের স্কোরটি ছিল ১৩১ রানের। ২০১২ সালে হেগে হওয়া সেই ম্যাচে ১ ‍উইকেটের জয় পেয়েছিল তারা।

নেদারল্যান্ডসকে এত অল্প রানে অলআউট করার কারিগর বলা যেতে পারে নাসুম আহমেদকে।

একাদশে ফিরেই ডাচদের টপ অর্ডার ভেঙে দিয়েছেন বাঁহাতি স্পিনার। ইনিংসের তৃতীয় ওভারে টানা দুই উইকেট তুলে নিয়ে। 

সেই যে দলীয় ১৪ রানে উইকেট হারানো শুরু এরপর পর ইনিংসে বাঁধ দিতে পারেনি ডাচরা। বলা ভালো তাদের দেননি তাসকিন আহমেদ-মুস্তাফিজরা।

সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া নাসুমের সঙ্গে যে পরে উইকেট উদযাপনে মাতেন তারা। দুই পেসারই দুটি করে উইকেট নিয়েছেন।

এই সংগ্রহটাও দাঁড় করাতে পারত না নেদারল্যান্ডস, যদি শেষ দিকে ৩০ রানের ইনিংস না খেলতেন আরিয়ান দত্ত। ৯ নম্বরে নেমে দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি সাজিয়েছেন ৩ চার ও ১ ছক্কায়। প্রতিপক্ষের হয়ে ডাচদের আর একজন ব্যাটারই বিশোর্ধ্ব ইনিংস খেলেছেন।

সেই একজন হচ্ছেন ওপেনিংয়ে নেমে ২৪ রান করা বিক্রমাজিৎ সিং।
এমবি এইচআর