দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির আশঙ্কা

দেশের সাত জেলার ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।

Jul 9, 2025 - 10:26
Jul 9, 2025 - 11:03
 0  4
দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদকঃ দেশের সাত জেলার ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানী ঢাকায় গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা—এই ২৪ ঘণ্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকার আকাশ আজ সারা দিন মেঘলা থাকবে। থাকবে বৃষ্টিও। তবে বিকেলের দিকে বৃষ্টি কমে যেতে পারে।

বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ু—এই দুই এর প্রভাবে দুই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এমবি/এসআর