লাস ভেগাসে ২০২৬ বিশ্বকাপ গ্রুপ পর্বের ড্র!
২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে শুরু হয়ে গেছে প্রস্তুতির আনুষ্ঠানিকতা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া এই আসরের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে।

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে শুরু হয়ে গেছে প্রস্তুতির আনুষ্ঠানিকতা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া এই আসরের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে।
ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর বসবে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠান। যদিও কানাডা ও মেক্সিকোর কয়েকটি শহরের নাম প্রাথমিকভাবে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ভেন্যু হিসেবে লাস ভেগাসকেই বেছে নিয়েছে আয়োজকরা।
মেক্সিকান ক্লাব পাচুকার নির্বাহী পেদ্রো চেদিল্লো এ বিষয়ে ইএসপিএনকে বলেন, ‘আমার জানা মতে, ডিসেম্বরের প্রথম দিকে সম্ভবত ৫ তারিখেই ড্র অনুষ্ঠিত হবে। আর সেটি লাস ভেগাসেই হবে বলে শুনেছি। পাচুকা শহরের তথ্য উপস্থাপন করতে আমাদেরও সেখানে থাকতে বলা হয়েছে।’
ড্রয়ে থাকবে মোট ১২টি গ্রুপ, প্রতিটিতে থাকবে ৪টি করে দল। তবে ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি এই ড্র নিয়ে।
এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপের ড্র-ও হয়েছিল লাস ভেগাসের কনভেনশন সেন্টারে। তবে সেই বিশ্বকাপে লাস ভেগাসে কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এবার ড্রয়ের জন্য লাস ভেগাসের ‘স্ফেয়ার’ সেন্টারসহ আরও কয়েকটি ভেন্যু আগেভাগেই বুক করা হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন।
লাস ভেগাসের ‘স্ফেয়ার’ সেন্টারে ৫৪ হাজার বর্গমিটার আয়তনের স্ক্রিন আছে এবং ১৭ হাজার ৫০০ মানুষ সেখানে একসঙ্গে বসতে পারেন।
এমবি/এসআর