ক্যান্সার হাসপাতালের পেছনে পথশিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাজধানীর বনানীতে আট বছরের পথশিশুকে ক্যান্সার হাসপাতালের পেছনে ডেকে নিয়ে মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।সোমবার (১৪ জুলাই) রাতে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর বনানীতে আট বছরের পথশিশুকে ক্যান্সার হাসপাতালের পেছনে ডেকে নিয়ে মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।সোমবার (১৪ জুলাই) রাতে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
গুরুতর আহত অবস্থায় শিশুকন্যাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ।
আহত শিশুটি পুলিশকে জানিয়েছে, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে তাকে এক ব্যাক্তি ডেকে নিয়ে মহাখালি এলাকার একটি হাসপাতালে পেছনে জোরপূর্বক ধর্ষণ করে। সে তাকে আগে থেকে চেনে না। তবে দেখলে চিনতে পারবে।
বনানী থানার আরেক উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “ওই কন্যাশিশু ফুটপাতে বসবাস করত। গতকাল রাত ৮টার দিকে শিশুর মুখ বেঁধে অজ্ঞাত পরিচয় একজন পুরুষ বনানী থানাধীন ক্যান্সার হাসপাতালের পেছনে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।”
তিনি আরও বলেন, “পরে তার কান্না শুনে এবং রক্তক্ষরণ হচ্ছে দেখে স্থানীয় লোকজন বনানী থানায় সংবাদ দিলে পুলিশ তাকে উদ্ধার করে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যায়।”
শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে ওসিসির ডা. তাইয়েবা সুলতানা জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটির ফরেনসিক সম্পন্ন করা হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় পরীক্ষাও করা হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট পরে দেওয়া হবে।
বনানী থানার ইন্সপেক্টর (অপারেশন) মেহেদী হাসান সংবাদমাধ্যমকে বলেন, “আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, ওখানে যে পথশিশুরা থাকে, তাদের মধ্য থেকেই একজন কাজটি করেছেন। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে। তার চিকিৎসা চলছে। সে এসে অপরাধীকে শনাক্ত করে দিতে পারছে না।”
তিনি আরও বলেন, “রাস্তার পথশিশুদের ছবি তুলে হাসপাতালে পাঠাচ্ছি, ভুক্তভোগী যাতে অপরাধীকে শনাক্ত করতে পারে। অপরাধীকে ধরতে আমাদের কার্যক্রম চলছে।”
জানা গেছে, শিশুটির গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। তার পরিবারের লোকজন কেউ আছে কিনা তা খুঁজছে পুলিশ
এমবি/টিআই