কুমিল্লা মহাসড়ক অবরোধ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ।

Aug 30, 2025 - 16:46
 0  2
কুমিল্লা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে মহাসড়কের কোটবাড়ি অংশে টায়ারে আগুন জ্বালিয়ে উভয়পাশ অবরোধ করে বিক্ষোভ করেন দলের কুমিল্লা জেলার অনুসারীরা। অবরোধ ও বিক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। দুপাশে আটকা পড়ে মাল ও যাত্রীবাহী যানবাহন।

পরে প্রশাসনের অনুরোধে প্রায় আধা ঘণ্টা পর মহাসড়ক ছাড়েন অধিকার পরিষদের অনুসারীরা। স্বাভাবিক রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল।

নেতারা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা না হলে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের অবরোধ করার হুঁশিয়ারি দেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার গণঅধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের সিনিয়র নেতারা।

এমবি/টিআই