‘বুড়ি’ ডাক শুনতে হয় মালাইকাকে!

নিজস্ব প্রতিবেদক: বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা বিভিন্ন বিষয়েই আলোচনায় থাকেন। কখনো প্রেম নিয়ে, কখনো বিচ্ছেদ। কখনো বা তার ফিটনেস। আবার বয়স নিয়েও কটাক্ষের মুখে পড়েন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে মুখ খুলেছেন। ৫১ বছর বয়সী মালাইকা জানান, অনেকেই তাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ করেন। এমন মন্তব্য শুনলে তার খারাপ লাগে, তবে তিনি এসবকে পাত্তা দেন না।
সাক্ষাৎকারে মালাইকা বলেন, “অনেকেই আমাকে বলে ‘বুড়ি’! কাউকে এই সব কথা কীভাবে বলা যায়? মাঝেমধ্যে এসব শুনলে খারাপ লাগে ঠিকই।
মন্তব্যগুলো মালাইকাকে ভেতরে ভেতরে আহত করে বলে জানান অভিনেত্রী। কটাক্ষকারীদের উদ্দেশে তার বক্তব্য, “আপনারা এগিয়ে যান এবং যা মন চায় বলতে থাকুন।
তবে মালাইকা মন খারাপের সময় পাশে পান পুত্র আরহান খানকে। তা-ই ছেলেকেই একমাত্র ভরসা মানেন তিনি। বলেন, “আমার পুত্র আমার অন্যতম ভরসা। ও সব সময় বোঝায়, ‘কে কী বলছে, তাতে কীই বা এসে গেল! তুমি কেন মন খারাপ করছ?’ পুত্রের স্বান্তনা বাক্যকে শক্তি করেই সামনে এগিয়ে যান অভিনেত্রী।
এমবি/এসআর