শাহরুখ খানকে এই অভিনেত্রী চড় মেরেছিলেন যে কারণে

নিজস্ব প্রতিবেদক: বলিউড ছবির শুটিং ফ্লোরে কত কী-ই না ঘটে। অধিকাংশ সময়ই যা থেকে যায় অভিনেতা-অভিনেত্রীর স্মৃতিতে। তবে এতটা অপ্রত্যাশিত এবং অস্বস্তিকর ঘটনা খুব কমই ঘটতে দেখা যায়। অভিনেত্রী প্রিয়া গিলের জীবনে কী এমন ঘটেছিল? যে কিং খান শাহরুখ খানের সঙ্গে এই কাণ্ড ঘটিয়ে বসেন।
গানের একটি দৃশ্যে শাহরুখকে চড় মারার কথা ছিল প্রিয়ার। কিন্তু তখন যা ঘটেছিল, তা আজও ভুলতে পারেন না নায়িকা।
প্রিয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমি তো ওর ভীষণ অনুরাগী ছিলাম, সেই টেলিভিশনের সময় থেকে।
চড় মারার পর এক মুহূর্তে গোটা সেট নিস্তব্ধ। কেউ ‘কাট’ বলছে না। ক্যামেরা চলতেই থাকল। প্রিয়া বলেন, “সবাই চুপ। আমি তো স্তব্ধ।
আজ বহু বছর পরেও সেই দৃশ্যের কথা মনে পড়লে মুচকি হাসেন অভিনেত্রী। তবে এটিই ছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে “অস্বস্তিকর অথচ গুরুত্বপূর্ণ” মুহূর্ত। শাহরুখের সঙ্গে কাজ করা, বিশেষ করে এমন এক দৃশ্য— প্রিয়ার মতে, “এটা যেমন আমার কাছে লজ্জাজনক ছিল, তেমনি একটা গর্বের বিষয়ও বটে।”
এমবি/এসআর