বাংলাদেশে কোনো জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না : আব্দুল্লাহ তাহের

বাংলাদেশে কোনো জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

Jul 19, 2025 - 17:21
 0  2
বাংলাদেশে কোনো জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না : আব্দুল্লাহ তাহের
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কোনো জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শনিবার (১৯ জুলাই) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। 

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ‘বাংলাদেশে কোনো ধর্মীয় বা রাজনৈতিক জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান হবে না।

তিনি বলেন, ‘কেউ কেউ মুখে সংস্কারের পক্ষে থাকার কথা বলেন, কিন্তু ঐকমত্য কমিশনের বৈঠকে তারা কেবল বলেন মানি না মানি না।’ 

তিনি আরো বলেন, ‘পিআর নির্বাচন দিতে হবে। পিআর হলে কেন্দ্র দখল, ভোট চুরি বন্ধ হবে।’

এ সময় দ্রুত জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ প্রদানের দাবি জানান তিনি।

এমবি/এইচআর