পিএসজি তারকা হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নারী পুলিশের কাছে জানান, হাকিমি তাকে চুমু খেতে থাকেন এবং জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে কোনোভাবে ছুটে গিয়ে এক বন্ধুকে ফোনে জানান এবং সেই বন্ধু তাকে বাড়ি থেকে নিয়ে আসেন।

Aug 2, 2025 - 12:11
 0  3
পিএসজি তারকা হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: পিএসজি তারকা আশরাফ হাকিমির বিরুদ্ধে এবার বিশাল এক অভিযোগ উঠল। প্যারিসের প্রসিকিউটররা হাকিমিকে ধর্ষণের অভিযোগে ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালের এই ঘটনায় হাকিমি সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়ে আসছেন।

নান্তের প্রসিকিউটর অফিস ফ্রান্সের বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ‘এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তদন্তকারী বিচারকের। তিনি তদন্তের আলোকে সিদ্ধান্ত দেবেন।’

২৬ বছর বয়সী হাকিমি ২০২৩ সালের মার্চে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন। অভিযোগে বলা হয়, সে বছরের ২৫ ফেব্রুয়ারি প্যারিসের উপশহর বোলোন-বিয়ানকুরে নিজের বাসায় এক নারীকে ডেকে নিয়েছিলেন হাকিমি। ওই সময় তার স্ত্রী ও সন্তানরা ছুটিতে ছিলেন। হাকিমি ইনস্টাগ্রামে ওই নারীর সঙ্গে জানুয়ারিতে পরিচিত হন বলে অভিযোগ।

নারী পুলিশের কাছে জানান, হাকিমি তাকে চুমু খেতে থাকেন এবং জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে কোনোভাবে ছুটে গিয়ে এক বন্ধুকে ফোনে জানান এবং সেই বন্ধু তাকে বাড়ি থেকে নিয়ে আসেন।

তবে ওই নারী আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করতে রাজি হননি। তবু প্রসিকিউটররা নিজেরা অভিযোগ গঠন করেন।

হাকিমির আইনজীবী ফানি কোলিন এই সুপারিশকে ‘অযৌক্তিক ও অস্পষ্ট’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা এবং আশরাফ হাকিমি শুরু থেকেই শান্ত আছি। যদি এই সুপারিশ অনুসরণ করা হয়, আমরা অবশ্যই আইনি পথে আপিল করব।’

তিনি আরও বলেন, ‘আমার মক্কেল একটি প্রতারণামূলক অর্থ আদায়ের চেষ্টার শিকার হয়েছেন।’

তবে ভুক্তভোগী নারীর আইনজীবী র‍্যাচেল-ফ্লোর পার্দো বলেন, ‘এই মামলায় প্রতারণার কোনো প্রমাণ নেই। আমার মক্কেল এই খবর শুনে স্বস্তি পেয়েছেন। যারা সাহস করে ধর্ষণের অভিযোগ আনেন, তাদের বিরুদ্ধে কোনো অপপ্রচার বা মানহানির চেষ্টা সহ্য করা হবে না।’

মরক্কোর সন্তান হাকিমি স্পেনের মাদ্রিদের উপশহর গেতাফেতে জন্ম নেন। রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা হাকিমি পরে খেলেন বরুসিয়া ডর্টমুন্ড ও ইন্টার মিলানে। ২০২১ সালে যোগ দেন পিএসজিতে। কাতার বিশ্বকাপে তিনি মরক্কোকে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন।

এমবি/এসআর