শিবিরের ডাকসু জয়ের কৌশল জানালেন রুমিন ফারহানা
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, জামায়াতের দীর্ঘদিনের কৌশলের কারণেই ডাকসুতে জয় পেয়েছে শিবির। সংগঠন হিসেবে জামায়াত-শিবির বেশ সুসংগঠিত বলেও মন্তব্য করেন এ বিএনপি নেত্রী।

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, জামায়াতের দীর্ঘদিনের কৌশলের কারণেই ডাকসুতে জয় পেয়েছে শিবির। সংগঠন হিসেবে জামায়াত-শিবির বেশ সুসংগঠিত বলেও মন্তব্য করেন এ বিএনপি নেত্রী।
সম্প্রতি বেসরকারি টিভির এক টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা। ডাকসুতে জয় পেতে শিবির ও জামায়াতের পুরনো কৌশল কাজে লেগেছে উল্লেখ করে রুমিন বলেন, ‘বিভিন্নজন কিভাবে দেখছে এই ডাকসু নির্বাচনকে।
জামায়াত-শিবির প্রচণ্ড কৌশলী উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘এই যে ওয়েলফেয়ার পলিটিকস-এর কথা আমি বলছিলাম। আমি গণমাধ্যমে দেখলাম, তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদের নানাভাবে সহযোগিতা করেছে।
রাজনীতির ধরন পাল্টে গেছে। এখন রাজনৈতিক দলগুলোকেও জনগণের জন্য কল্যাণমূলক রাজনীতির দিকে ঝুঁকতে হবে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘আমাদের রাজনীতির ধরন কিন্তু পাল্টে গেছে। আপনি যদি নেপালের দিকে তাকান, আপনি যদি কিছুদিন আগে শ্রীলঙ্কায় যেটা ঘটে গেল সেদিকে তাকান। ইন্দোনেশিয়ায় যেটা ঘটব ঘটব করেও ঘটল না; কিন্তু ঘটার পথে যাচ্ছিল, সেদিকে তাকান এবং সর্বোপরি আপনি যদি বাংলাদেশের দিকে তাকান। রাজনীতিতে একটা বিরাট প্যারাডাইম শিফটিং হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি এই শিফটিংটার পালস ধরতে না পারে, তাহলে আপনি ছাত্র সংসদ নির্বাচন বলেন, আপনি স্থানীয় সরকার নির্বাচন বলেন কিংবা আপনি জাতীয় নির্বাচন বলেন। এই নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলোকে কিংবা তাদের সমর্থিত প্যানেলগুলোকে তার মূল্য চুকাতে হবে।’
এমবি/এইচআর