উপদেষ্টারা ''সেইফ এক্সিট'' করতে চাইলে নির্বাচনের কোনো বিকল্প নেই : ডা. সায়ন্থ

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ বলেছেন, যদি এই দেশকে রক্ষা করতে চায়, দেশের গণতন্ত্রের যে উত্তরণ সেটা যদি সুসংহত করতে চায়, যদি এই উপদেষ্টা পরিষদের সদস্যরা নিজেরা নিরাপদে এক্সিট করতে চান, যদি দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগাতে না চান, যদি দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে চান— তাহলে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন হতেই হবে।
সম্প্রতি এক টেলিভিশন টক শোতে এসে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, সরকারের তরফ থেকে এতটা জোরালোভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে এতদূর এগিয়ে আসার পর যদি দেশে নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটি একটি অস্বাভাবিক অবস্থা নিঃসন্দেহে।
তিনি বলেন, দেশে এ রকম একটা পরিস্থিতি বিরাজ করলে তার মধ্যে পতিত ফ্যাসিবাদের গোষ্ঠী যারা এখন চুপচাপ আছে, ঘাপটি মেরে আছে, তারা নেমে পড়বে। তাদের নেত্রী ওই নির্দেশ দেওয়ার জন্য স্ক্রিপ্ট লিখে রেখেছেন। তারা যদি নেমে পড়ে, তাহলে এ দেশে এই রাজনৈতিক গোষ্ঠীগুলো যারা গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিল, তারা বা অরাজনৈতিক গোষ্ঠীও যারা গণ-অভ্যুত্থানে যুক্ত ছিল তারা, যারা এই সরকার গঠন করে নেতৃত্ব দিয়ে এত দূর এগিয়ে এনেছে তারা— এরা কেউ নিরাপদ থাকবে না।
সায়ন্থ আরো বলেন, প্রধান উপদেষ্টার অনেক উচ্চাকাঙ্ক্ষা। বাংলাদেশকে, সারা পৃথিবীকে থ্রি জিরোতে নিয়ে আসতে চান। বাংলাদেশসহ সারা পৃথিবীর দারিদ্র্য দূর করতে চান।