‘ক্লাসে আসলেই ভয় হয়, কখন যেন ছাদ ভেঙে পড়ে মাথায়’

নেই মেরামত, নেই সংস্কার, নেই নতুন ভবন নির্মাণ।

Sep 30, 2025 - 16:08
 0  2
‘ক্লাসে আসলেই ভয় হয়, কখন যেন ছাদ ভেঙে পড়ে মাথায়’

নিজস্ব প্রতিনিধি: নেই মেরামত, নেই সংস্কার, নেই নতুন ভবন নির্মাণ। বছরের পর বছর জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে চলছে পাঠদান। জরাজীর্ণ ছাদ। ছাদ একটু একটু ভেঙে পড়ছে কখনও ফ্লোরে কখনও শিক্ষার্থীদের ওপরে। যেন দেখার কেউ নাই। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

এই বেহাল দশা চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ৩৪নং ভানুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, বিদ্যালয়ের ভবনটা পুরোনো। বিভিন্ন জায়গা দিয়ে ফাটল ধরে আছে। আবার কিছু কিছু জায়গা খসে পড়ছে। প্রায়ই পাঠদানের সময় ছাদ ভেঙে পড়ছে। প্রতিদিনই আতঙ্কে শিক্ষার্থীরা করছে লেখাপড়া। জানালা, দরজাও ভেঙে গেছে প্রায়। স্কুল মাঠে পানি যেন মাছ চাষের উপযোগী।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারজান, ইসরাত, তানহাসহ একাধিক শিক্ষার্থী জানায়, ‘আমাদের বিদ্যালয়ের শ্রেণিতে আগেও একাধিক ছেলে-মেয়েরা ব্যথা পেয়েছে। আমাদের ক্লাসের দরজা-জানালা, দেয়ালসহ বিভিন্ন অংশে ভাঙা ও ফাটল রয়েছে। আমাদের স্কুলে একটা নতুন ভবন চাই। তাহলে আমরা নির্ভয়ে ক্লাস করতে পারতাম। এখন ক্লাসে আসলেই ভয়ে ভয়ে থাকতে হয়। কোনো সময় যেন ছাদ ভেঙে পড়ে মাথায়।’

এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মজিবুর রহমান বলেন, ‘ভানুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যালয়ের ভবনের জন্য আবেদন করা আছে। বরাদ্দ পেলেই ভবন নির্মাণ করা হবে।’

এমবি/টিআই