আসামির হামলায় ৬ পুলিশ সদস্যকে আহত করে অস্ত্র ছিনতাই
ফেনীর সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নে আসামি ধরতে গিয়ে হামলায় ৬ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে।

নিজস্ব প্রতিনিধি: ফেনীর সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নে আসামি ধরতে গিয়ে হামলায় ৬ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। এ সময় আসামি এবং তার লোকজন পুলিশের একটি শটগান ও ওয়াকিটকি ছিনতাই করে নিয়ে যায়।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছে এএসআই মোফাজ্জল হোসেন (৩৯), সাইদুর রহমান (৩১), কনস্টেবল আইনুল বারী (৩৩), মাহবুব আলম (৩২), কান্ঞন নাখ (২৯) ও রিদয় হাসান (২২)।
খবর পেয়ে ফেনীর ডিবি পুলিশের একটি টিম ও সোনাগাজী থানার পুলিশ যৌথ অভিযান করে আহত পুলিশদের উদ্ধার করে ও লুন্ঠিত অস্ত্র উদ্ধার করে। এছাড়া আসামি জাহেদুল ইসলাম রিপনকে আটক করে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এমবি/টিআই