বর্ডারে ৬০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ বিজিবির
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়নের আওতাধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের পরিচালিত অভিযানে প্রায় ৬০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়নের আওতাধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের পরিচালিত অভিযানে প্রায় ৬০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। একই সময় গ্রেপ্তার করা হয়েছে ৫০১ জন আসামিকে।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উত্তর-পশ্চিম রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ে রংপুর রিজিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭১ হাজার ৩৪০ বোতল ফেনসিডিল, ৯ দশমিক ৭৪ কেজি হেরোইন, ২ কেজি কোকেন, ১২ হাজার ১২৭ বোতল বিদেশি মদ, ২ হাজার ৯ কেজি গাঁজা, ২৪ হাজার ৪৭৮ পিস ইয়াবা, ১২ লাখ ৯৮ হাজার ৩টি ভায়াগ্রা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
এ ছাড়া অভিযানে একটি পিস্তল, ছয়টি এয়ারগান, সাত কেজি গানপাউডার, ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমাও উদ্ধার করা হয়। এসব ঘটনায় ৫০১ জনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় অবৈধ পথে পণ্য ও মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার এবং জালনোট পাচার রোধে বিজিবি টহল ও নজরদারি জোরদার করেছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আকরাম ও সহকারী অধিনায়ক মো. রফিকুল ইসলাম।
এমবি এইচআর