আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ৪৫০ কোটি টাকা চায় আনসার-ভিডিপি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আনসার ও ভিডিপি প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার বরাদ্দ চেয়েছে। সংস্থাটির সদস্যদের জন্য অস্ত্র, গোলাবারুদ ও ইউনিফর্ম কেনার উদ্দেশ্যে এই অর্থ বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

Oct 9, 2025 - 19:01
 0  3
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ৪৫০ কোটি টাকা চায় আনসার-ভিডিপি
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আনসার ও ভিডিপি প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার বরাদ্দ চেয়েছে। সংস্থাটির সদস্যদের জন্য অস্ত্র, গোলাবারুদ ও ইউনিফর্ম কেনার উদ্দেশ্যে এই অর্থ বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির প্রায় ৬ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। তাদের মাধ্যমে দেশের প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্রের নিরাপত্তা তদারকির পরিকল্পনা রয়েছে।

এর আগে নির্বাচন উপলক্ষে প্রশাসন ক্যাডার ও পুলিশের জন্যও উল্লেখযোগ্য অর্থ বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য ২০০ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কেনা এবং পুলিশের জন্য প্রায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রকল্পও অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

চলতি অর্থবছরে আনসারের অস্ত্র, গোলাবারুদ, পোশাক, নিরাপত্তা সামগ্রী, যানবাহন ও প্রশিক্ষণের জন্য বরাদ্দ রয়েছে ২০৩ কোটি টাকা। নতুন প্রস্তাব অনুমোদন পেলে তা পূর্ববর্তী বাজেটের তুলনায় দ্বিগুণেরও বেশি হবে।

অর্থনীতিবিদ ও প্রশাসন বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বড় অঙ্কের ব্যয় অনুমোদনের আগে সতর্কতা অবলম্বন করা জরুরি। তাদের মতে, অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণে না আনলে অর্থনৈতিক চাপ আরও বাড়বে।

সরকার ইতোমধ্যে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধির নানা উদ্যোগ নিয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রশাসনিক কাঠামো ও প্রশিক্ষণ কার্যক্রমেও জোর দেওয়া হচ্ছে।

এমবি এইচআর