অভিনয়ের চেয়ে যে বিষয়ে বেশি ‘নার্ভাস’ থাকেন তৃপ্তি

Sep 28, 2025 - 11:56
 0  1
অভিনয়ের চেয়ে যে বিষয়ে বেশি ‘নার্ভাস’ থাকেন তৃপ্তি

নিজস্ব প্রতিবেদক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তৃপ্তি দিমরি। রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমার পর তিনি হয়ে ওঠেন ভারতের জাতীয় স্তরের ‘ক্রাশ’। এরপর থেকেই আলোচনায় এ নায়িকা। সম্প্রতি বলিউডে নিজের যাত্রা ও লড়াইয়ের গল্প শেয়ার করলেন তৃপ্তি।

ফিল্মফেয়ারের এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তৃপ্তি জানালেন অভিনয় জীবনে তার চ্যালেঞ্জের কথা।
শিল্পে বাইরের মানুষ হয়ে কাজ পেতে কতটা কঠিন জানতে চাইলে তৃপ্তি বলেন, ‘আসলে চ্যালেঞ্জ সবার জন্যই একরকম। শুরুতে দিনে তিন-চারটা করে অডিশন দিতাম প্রায় দেড় বছর ধরে। অডিশন আমাকে ক্যামেরার সামনে দাঁড়ানোর চেয়েও বেশি নার্ভাস করে তোলে, কারণ সেখানে এক-দুই টেকেই চরিত্র ফুটিয়ে তুলতে হয়।
এত মানুষের সামনে কম ব্রিফিং নিয়েই চরিত্রকে জীবন্ত করে তুলতে হয়। ’

তিনি আরো বলেন, ‘এরপর কাজ মিললে আরেকটা নতুন দায়িত্ব আসে কাজে সবসময় নতুনত্ব ধরে রাখতে হয়, যাতে দর্শকও বিরক্ত না হয়। আমিও পারফর্ম করতে করতে ক্লান্ত না হই। এটাকেই আমি আশীর্বাদ মনে করি, কারণ অসংখ্য প্রতিভাবান মানুষ এখনো সুযোগ পাননি।

২০১৭ সালে সানি ও ববি দেওল অভিনীত ও শ্রেয়াস তালপাড়ের পরিচালনায় পোস্টার বয়েজ সিনেমাতে বলিউডে পা রাখেন তৃপ্তি। পরে লায়লা-মজনু, বুলবুল ও কলায় অভিনয় করেন। অ্যানিম্যাল-এ সহ-অভিনেত্রী হিসেবে তার ঝলকই এনে দেয় ক্যারিয়ারের বড় ব্রেক। সম্প্রতি ধর্মা প্রোডাকশনের ধড়ক টু-এ তাকে শেষবার দেখা গিয়েছে, যা ইতিমধ্যেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।

এমবি/এসআর