পুতিন বরখাস্ত করার ঘণ্টাখানেক পর গাড়িতে মিলল সাবেক রুশ মন্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ
রাশিয়ার সাবেক যোগাযোগমন্ত্রী রোমান স্তারোভোইতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মারা যাওয়ার কয়েক ঘণ্টা আগে তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিজস্ব প্রতিবেদকঃ রাশিয়ার সাবেক যোগাযোগমন্ত্রী রোমান স্তারোভোইতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মারা যাওয়ার কয়েক ঘণ্টা আগে তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার (৭ জুলাই) রাজধানী মস্কোর উপকণ্ঠে একটি গাড়ির ভেতর তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওদিন্তোসোভো এলাকায় ব্যক্তিগত গাড়ির ভেতর থেকে সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভোইতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। রাশিয়ার তদন্ত কর্মকর্তা বলছেন, সাবেক মন্ত্রী আত্মহত্যা করেছেন।
রুশ গণমাধ্যমে বলা হয়েছে, ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার বিভিন্ন বিমানবন্দরে ভ্রমণ বিশৃঙ্খলার প্রেক্ষাপটেই তাকে বরখাস্ত করা হয়। তবে তার বিরুদ্ধে কুরস্ক অঞ্চলে দুর্নীতির অভিযোগ এবং সীমান্ত এলাকায় প্রতিরক্ষাব্যবস্থা গড়তে বরাদ্দ অর্থ আত্মসাতের সম্ভাব্য মামলার বিষয়েও গুঞ্জন রয়েছে।
এমবি/এসআর