শান্তিরক্ষী মিশন থেকে কয়েক হাজার সেনাকে ফেরত পাঠাবে জাতিসংঘ

শান্তিরক্ষা মিশন থেকে কয়েক হাজার সেনা ও পুলিশ সদস্যকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থায়ন অনিশ্চিত হয়ে পড়ায় এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে তাদের।

Oct 9, 2025 - 23:10
 0  4
শান্তিরক্ষী মিশন থেকে কয়েক হাজার সেনাকে ফেরত পাঠাবে জাতিসংঘ
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ শান্তিরক্ষা মিশন থেকে কয়েক হাজার সেনা ও পুলিশ সদস্যকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থায়ন অনিশ্চিত হয়ে পড়ায় এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে তাদের।

বুধবার (৮ অক্টোবর) জাতিসংঘের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অর্থনৈতিক সংকটের কারণে প্রায় ২৫ শতাংশ শান্তিরক্ষী সদস্য, অর্থাৎ ১৩ থেকে ১৪ হাজার সেনা ও পুলিশ, নিজ নিজ দেশে ফিরে যেতে হবে। এর সঙ্গে অনেক বেসামরিক কর্মী ও যন্ত্রপাতিও প্রত্যাহার করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “সবমিলিয়ে আমাদের ২৫ শতাংশ শান্তিরক্ষী পুলিশ ও সেনাকে ফিরিয়ে নিতে হবে। সঙ্গে তাদের যন্ত্রাংশ এবং বেসামরিক অনেক কর্মীও এ সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হবেন।”

জাতিসংঘের শান্তিরক্ষা তহবিলে যুক্তরাষ্ট্রের অবদান সর্বোচ্চ — মোট অর্থের প্রায় ২৬ শতাংশ, এরপরেই রয়েছে চীন, যারা ২৪ শতাংশ অর্থায়ন করে।

অন্য এক কর্মকর্তা জানান, নতুন অর্থবছর শুরু হওয়ার (১ জুলাই) আগেই যুক্তরাষ্ট্রের কাছে জাতিসংঘের পাওনা ছিল ১ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৮ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা শিগগিরই ৬৮০ মিলিয়ন ডলার পরিশোধ করবে, যদিও মার্কিন মিশন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

উল্লেখযোগ্যভাবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত আগস্টে একতরফাভাবে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বরাদ্দকৃত ৮০০ মিলিয়ন ডলার বাতিল করেন। এছাড়া, ২০২৬ সালের বাজেটেও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অর্থায়ন বাতিলের প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজের যুক্তি, মালি, লেবানন ও কঙ্গোতে জাতিসংঘের মিশন ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের প্রভাবে দক্ষিণ সুদান, কঙ্গো, লেবানন, কসোভো, সাইপ্রাস, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, ওয়েস্টার্ন সাহারা, ইসরায়েল-সিরিয়া সীমান্তের গোলান মালভূমি এবং আবেঈ অঞ্চলসহ একাধিক মিশন বড় ধরনের সংকটে পড়বে।

এমবি এইচআর