জোতার স্মৃতিকে ‘অমর’ করতে অবসরে লিভারপুলের ২০ নম্বর জার্সি
সড়ক দুর্ঘটনায় দিয়েগো জোতার মৃত্যুর পরই তাঁর পর ২০ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর দাবি জানান লিভারপুল–সমর্থকেরা। অবশেষ সেই দাবিকে সম্মান জানিয়ে জার্সিটি অবসরে পাঠাচ্ছে লিভারপুল।

নিজস্ব প্রতিবেদকঃ সড়ক দুর্ঘটনায় দিয়েগো জোতার মৃত্যুর পরই তাঁর পর ২০ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর দাবি জানান লিভারপুল–সমর্থকেরা। অবশেষ সেই দাবিকে সম্মান জানিয়ে জার্সিটি অবসরে পাঠাচ্ছে লিভারপুল।
২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে এই নম্বরটি পরছিলেন জোতা। মাঠে তার অবদানের পাশাপাশি মানবিক গুণাবলির জন্যও সমানভাবে ভালোবাসা অর্জন করেছিলেন তিনি।
লিভারপুলের পক্ষ থেকে জানানো হয়েছে, জোতার স্ত্রী রুটে এবং পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা করে সব পর্যায়ে — পুরুষ, নারী ও একাডেমি দল — এই নম্বরটি অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেনওয়ে স্পোর্টস গ্রুপের ফুটবল বিভাগের সিইও মাইকেল এডওয়ার্ডস বলেন, ‘ক্লাবের ইতিহাসে এই প্রথম কোনো খেলোয়াড়ের সম্মানে এমন উদ্যোগ নেওয়া হলো। আমরা চাই, এই নম্বরের মাধ্যমে দিয়োগো চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকুক।’
লিভারপুলের ভাষায়, ‘জোতার অবদান কেবল মাঠেই সীমাবদ্ধ ছিল না, তার ব্যক্তিত্ব, উৎসাহ আর ভালোবাসা পুরো ক্লাবকেই ছুঁয়ে গেছে। আমাদের কাছে তিনি চিরকালীন ২০ নম্বর — এখন এবং ভবিষ্যতেও।’
এমবি/এসআর