জরুরী সংবাদ সম্মেলনে নাহিদ: নতুন বাংলাদেশের কর্মসূচি কাল প্রকাশ হবে
নতুন বাংলাদেশ গড়ার কর্মসূচি আগামীকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

নিজস্ব প্রতিবেদক: নতুন বাংলাদেশ গড়ার কর্মসূচি আগামীকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই ঘোষণাপত্রের উপস্থাপন নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার যে কর্মসূচি, তা কাল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ করা হবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনও হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তে বা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই সেটি এখনও আমাদের চালিয়ে যেতে হচ্ছে। আগামীকাল ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের যে জুলাই পদযাত্রা সেটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে।’
এমবি এইচআর