‌‌‌ইসি চাইলে সমস্ত ফলাফল বাতিল করতে পারবে, ‘না ভোটের’ বিধান থাকছে

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী চূড়ান্ত করেছে ইসি। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন (ইসি) চাইলে সকল আসনের ফলাফল বাতিল করতে পারবে। 

Aug 11, 2025 - 19:35
 0  2
‌‌‌ইসি চাইলে সমস্ত ফলাফল বাতিল করতে পারবে, ‘না ভোটের’ বিধান থাকছে
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী চূড়ান্ত করেছে ইসি। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন (ইসি) চাইলে সকল আসনের ফলাফল বাতিল করতে পারবে। 

এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অ.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মুলতবি থাকা কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনে কোনো অনিয়ম হলে একটি, দুইটি অথবা পুরো আসনের ফলাফল নির্বাচন কমিশন চাইলে বাতিল করতে পারবে। এছাড়া ফলাফল ঘোষণার সময় সাংবাদিকরা থাকতে পারবেন। 

তিনি জানান, না ভোটের বিধান থাকছে। আর জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে।

এমবি এইচআর