পাকিস্তানি অভিনেত্রীর মরদেহ উদ্ধার
তালা ভেঙে বাসায় ঢুকে পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আজগর আলী মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স হাউজিং অথরিটির একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ৩২ বছর বয়সী হুমায়রা প্রায় দুই সপ্তাহ আগে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকঃ তালা ভেঙে বাসায় ঢুকে পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আজগর আলী মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স হাউজিং অথরিটির একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ৩২ বছর বয়সী হুমায়রা প্রায় দুই সপ্তাহ আগে মারা গেছেন।
পাকিস্তানের গণমাধ্যম ডন পুলিশের এক বিবৃতিতে জানিয়েছে, ইত্তেহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাট থেকে হুমায়রার মরদেহ উদ্ধার করা হয়েছে। আদালতের নির্দেশে গিজরি পুলিশ অ্যাপার্টমেন্টটি খালি করার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু বিকেল ৩টা ১৫ মিনিটে পুলিশ দরজায় কড়া নাড়লে ভেতর থেকে কেউ সাড়া দেয়নি। অবশেষে তালা ভেঙে পুলিশ অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং তার মরদেহটি দেখতে পায়। প্রমাণ সংগ্রহের জন্য পুলিশের ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়।
তবে হুমায়রা মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মঙ্গলবার রাতে পোস্টমর্টেম সম্পন্ন হয়। এরপর পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, ‘মরদেহটি চূড়ান্তভাবে পচে গেছে। তবে মৃত্যুর কারণ এখনই প্রকাশ করা যাবে না।’
এমবি/এসআর