যারা ভারতপন্থী শাসন চায়, তারাই দেশকে অস্থিতিশীল করছে : রুমিন ফারহানা
বাংলাদেশে যারা ভারতপন্থী শাসন দেখতে চায়, তারাই দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ বাংলাদেশে যারা ভারতপন্থী শাসন দেখতে চায়, তারাই দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।
একটি বেসরকারি টেলিভিশনের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বিএনপিকে ভারতপন্থী দল হিসেবে উপস্থাপন করে একটি মহল নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।
রুমিন ফারহানার মতে, দেশের অভ্যন্তরে বিভেদ, ঘৃণা ও অনৈক্য যত বাড়বে, গণতন্ত্রের উত্তরণ তত বেশি বাধাগ্রস্ত হবে। এতে করে বাংলাদেশের জনগণ তাদের প্রকৃত জনপ্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ হারাবে এবং অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার ঝুঁকি আরও বাড়বে।
তিনি বলেন, বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়, তাহলে ভারতের প্রভাব এবং আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হবে।
রুমিন ফারহানা অভিযোগ করেন, সরকারের সমর্থনে কিছু রাজনৈতিক দল বাংলাদেশকে “মব রাজনীতির” দিকে ঠেলে দিচ্ছে। তাঁর মতে, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশে একদিকে গণতন্ত্রের পরিসর সংকুচিত হচ্ছে, অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্রের প্রভাব বাড়ানোর ক্ষেত্র তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, যারা চায় বাংলাদেশে ভারতের প্রভাবশালী নজরদারি ও ভারত সমর্থিত সরকার টিকে থাকুক, তারাই ইচ্ছাকৃতভাবে বিভেদ ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এমবি এইচআর