এ সরকার আসলে চালায় কে?— প্রশ্ন নুরের
গণঅভ্যুত্থানের সরকারই গণঅভ্যুত্থানের নেতাদের জন্য একের পর এক মৃত্যু ফাঁদ তৈরি করছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের সরকারই গণঅভ্যুত্থানের নেতাদের জন্য একের পর এক মৃত্যু ফাঁদ তৈরি করছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। গতকাল রাতে নুরের ফেসবুক আইডি ও পেজ থেকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে একথা বলা হয়।
এডমিনের বরাত দিয়ে সেই পোস্টে লেখা হয়, ‘২৯ আগস্ট গণঅধিকার পরিষদের কার্যলয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের অতর্কিত হামলায় ভিপি নূরসহ অর্ধ শতাধিক নেতা-কর্মী গুরুতর আহত হয়। বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্যমতে সেদিন হাসিনাপন্থী কয়েকজন সেনা কর্মকর্তার পরিকল্পনায় এ ঘটনা ঘটে।
উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার কথা উল্লেখ করে আরো লেখা হয়, ‘ইতোমধ্যে গণঅভ্যুত্থানের আরেক নেতা সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপরও যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে ২ বার হামলার ঘটনা ঘটে। যা নিয়েও সরকারকে সেরকম সিরিয়াস দেখা যায়নি।
অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে পোস্টে সবশেষে লেখা হয়, ‘অন্তর্বর্তী সরকারকে পরিষ্কার বলে দিতে চাই, ভিপি নূরকে হত্যাচেষ্টার উদ্দেশ্য যারা হামলা চালিয়েছে অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ফ্যাসিবাদ মুক্ত করুন। অন্যথায়, দেশ চালাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে থাকা ফ্যাসিবাদের দোসরদের দ্বারা নাকানি-চুবানি তো খাবেন, সাথে জনতার দৌড়ানি খাওয়ার জন্য প্রস্তুত থাকুন।