দুই শীর্ষ তালেবান নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
আফগানিস্তানে নারী ও কিশোরীদের বিরুদ্ধে নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতি হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানে নারী ও কিশোরীদের বিরুদ্ধে নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতি হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে আইসিসি জানায়, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এবং আফগানিস্তানের প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে।
তবে এই পদক্ষেপের জবাবে তালেবান কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, 'আমরা আইসিসিকে স্বীকৃতি দিই না। এই পরোয়ানা আমাদের প্রতি আন্তর্জাতিক বিদ্বেষের প্রতিফলন এবং মুসলিমদের বিশ্বাসের প্রতি স্পষ্ট অবমাননা।'
আইসিসির মতে, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকে নারী ও কিশোরীদের লক্ষ্য করে যে ধরনের দমনমূলক নীতি চালু হয়েছে, তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হওয়ার মতো যথেষ্ট প্রমাণ রয়েছে।
তালেবানের শাসনামলে ১২ বছরের বেশি বয়সী মেয়েদের জন্য শিক্ষার পথ বন্ধ করে দেওয়া, নারীদের অধিকাংশ সরকারি চাকরি থেকে বিরত রাখা, পুরুষ অভিভাবক ছাড়া নারীদের চলাফেরার ওপর কড়াকড়ি আরোপ এবং জনসমক্ষে নারীদের মতপ্রকাশে বাধা দেওয়ার মতো একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়। জাতিসংঘ এসব পদক্ষেপকে লিঙ্গবৈষম্য এবং মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে।
আইসিসির বিবৃতিতে আরও বলা হয়, 'তালেবান কর্তৃপক্ষ আফগান সমাজে কিছু নিয়ম চাপিয়ে দিয়েছে, যার মূল লক্ষ্য ছিল নারী ও কিশোরীদের মৌলিক অধিকার হরণ করা। এটি মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধের পর্যায়ে পড়ে।'
সূত্র: বিবিসি
এমবি/এসআর