জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আহতদের হামলা
মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে হামলা চালিয়েছেন ও কার্যালয় তালাবদ্ধ করেছেন জুলাই আন্দোলনে আহতরা।

নিজস্ব প্রতিবেদকঃ মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে হামলা চালিয়েছেন ও কার্যালয় তালাবদ্ধ করেছেন জুলাই আন্দোলনে আহতরা।
এ ঘটনায় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর বলছেন, সহায়তার দ্বিতীয় ধাপের টাকা দিতে দেরি হওয়ায় তারা ক্ষিপ্ত হয়েছেন। তিনি আরও বলেন, যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তারা দীর্ঘদিন ধরে সহায়তায় দ্বিতীয় ধাপের টাকা চেয়ে আসছেন। কিন্তু তহবিল সংকট থাকায় তাদেরকে এখন সহায়তা দেওয়া যাচ্ছে না।
আহতরা জানান, প্রকৃত আহত তাদের সহযোগিতার অর্থ দিতে গিয়ে কর্তৃপক্ষ নানা ছলচাতুরি করছে। অথচ, সুস্থ ও পরিচিতজনদের টাকা ঠিকই সময়মতো দিয়ে দিচ্ছে। আমরা বারবার বিভিন্নভাবে বলেও সমাধান পাইনি। আজ টাকা দেওয়ার তারিখ দিয়েছিল। কিন্তু আজও টাকা দেওয়া হয়নি।
আহতরা তাদের প্রাপ্য অর্থ সহায়তা দিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছেন বলে জানা যায়।
এমবি/এসআর